লোকালয় ২৪

যাত্রীর ব্যাগে মিলল ৫১টি দামি মোবাইল ফোন!

যাত্রীর ব্যাগে মিলল ৫১টি দামি মোবাইল ফোন!

নিজস্ব প্রতিবেদক : বেনাপোলে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫১টি দামি মোবাইল ফোন ও ৫০ কেজি উন্নত মানের কাপড় জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা। সোমবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে শাকিল আহম্মেদ নামে এক বাংলাদেশি যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, স্ক্যানার থেকে ওই যাত্রীর ব্যাগ বের হওয়ার পর তল্লাশি করে ৫১টি দামি মোবাইল ফোন ও ৫০ কেজি উন্নত মানের কাপড় পাওয়া যায়।

তিনি জানান, জব্দ হওয়া মোবাইল ফোনের মধ্যে ১৬টি শাওমি নোট-৫ প্লাস ও ৩৫টি হুয়াওয়ে (হনোর) নাইন রয়েছে। আটক পণ্যের আনুমানিক মূল্য ছয় লাখ ৭০ হাজার টাকা।

এই কাস্টমস কর্মকর্তা আরও বলেন, জব্দ করা মোবাইল ফোন বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা করা হয়েছে। ওই যাত্রী মুন্সীগঞ্জের মুছা আবদুল্লাহর ছেলে শাকিল আহম্মেদ বলে জানা গেছে। খবর: ইউএনবি।