এম ওসমান, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিএনপির ৩৩ জন নেতা-কর্মীর নামে একটি নাশকতার মামলা দায়ের ও মামলায় ৭ জন আটক দেখিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে ৬ টি ককটেল, ১৫ টি পাথর, ১৩ টি বাঁশের লাঠি উদ্ধার করে বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলো, ডিহি গ্রামের আহসান উল্লাহ ছেলে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সামাদ খাঁন সামু, দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত নুর আলীর ছেলে নজরুল ইসলাম, পোতাপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে জুলফিকর আলী জুলু, বাগুড়ী গ্রামের মৃত আমির আলীর ছেলে আনিচুর রহমান মন্টু, রামচন্দ্রপুর গ্রামের আমানত এর ছেলে রুবেল হোসেন, পশ্চিম কোটা গ্রামের মুক্তার আলীর ছেলে মোমিনুর রহমান ও আনারুল ইসলামকে আটক করে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শনিবার সকালে নাশকতার করার লক্ষে কিছু নাশকতাকারী নাভারন বাজার সরকারী গোডাউন সামনে জড়ো হচ্ছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৭ জন নাশকতাকারীকে আটক করা হয়। বাকীরা পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে ৬ টি ককটেল, ১৫ টি পাথর, ১৩ টি বাঁশের লাঠি জব্দ করা হয়। আটকৃতদের নামে মামলা করে বিকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply