লোকালয় ২৪

যশোরের কন্যা জয় করল চুনারুঘাটের মাটি।

যশোরের কন্যা জয় করল চুনারুঘাটের মাটি।

 

চুনারুঘাট প্রতিনিধি:মোঃতোফাজ্জল মিয়াঃচুনারুঘাট উপজেলায় শাইলগাছ গ্রামে অদ্য ১৩-০৩-২১ রবিবার আয়োজিত সমাপনী পর্বে ঘোড়-দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল যশোরের কন্যা সোনিয়া।

 

১১বৎসরের সোনিয়া সাহসিকতার এক উজ্বল দৃষ্টান্ত স্থাপন করে। ঘোড়া নিয়ে ছুটে চলা এ কন্যা যেন রাজপুত্রকে ও হারমানায়। সোনিয়ার এই বিস্ময়কর প্রতিভা চুনারুঘাটের মানুষকে মুগ্ধ করে। আর এই মুগ্ধতার প্রমাণ পাওয়া গেল মাঠে, ইতিপূর্বে ঘোড় দৌড় প্রতিযোগিতায় এরকম দর্শক আর মাঠে হয়নি। মাঠের চারদিকে অজস্র দর্শকদের আনন্দ উল্লাসে মূখরিত ছিল একটি প্রাণবন্ত সময়।চুনারুঘাটের জনগন সোনিয়ার এ বিজয় দেখে প্রসংসায় পঞ্চমূখ। একটি মটর সাইকেল দিয়ে পুরুষ্কৃত করা হয় সোনিয়ার বিজয়কে।

 

পুরুস্কার বিতরনী পর্বে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর,সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের এবং ছিলেন ইউনিয়নের চেয়াম্যান বৃন্দ।এছাড়া সাংবাদিক,জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও চুনারুঘাটের গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বক্তারা এরকম আরো সুন্দর আয়োজন প্রতিবছর হোক প্রত্যাশা করেন।