যমজ শিশু জন্মের জন্য বিখ্যাত যে শহর

যমজ শিশু জন্মের জন্য বিখ্যাত যে শহর

যমজ শিশু জন্মের জন্য বিখ্যাত যে শহর
যমজ শিশু জন্মের জন্য বিখ্যাত যে শহর

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলের ক্যান্ডিডো গোদই নামের একটি শহর রয়েছে, যেখানে সাত হাজারের মতো মানুষের বসবাস। শহরটি ঘিরে দীর্ঘদিন ধরে রহস্য বিরাজ করছে।

এখানে প্রচুর যমজ শিশুর জন্ম হয়। এমনটি জানায় শহরবাসী। বর্তমানে ৬৬০০ অধিবাসী অধ্যুষিত এই শহরে যমজের সংখ্যা ৭শ। এ কারণেই এই ছোট্ট শহরটি বিশ্ব জুড়ে বিখ্যাত। কিন্তু যমজ শিশুর জন্মের কারণ কেউ বলতে পারেনি। তবে এই রহস্যের সমাধান করার চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা।

এই শহরে যমজ শিশুর জন্মহার দেশটির জাতীয় গড়ের চেয়ে ১০ গুণ বেশি। স্থানীয়দের অনেকের বিশ্বাস, এর পেছনে নিশ্চয়ই অশুভ কিছু রয়েছে।

অনেকে মনে করেন, ফেরারি নাৎসি যুদ্ধাপরাধী ড. জোসেফ মেঙ্গেল ১৯৬০ এর দশকে এই শহরে এসেছিলেন। আউসভিৎস বন্দি শিবিরে যমজদের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কুখ্যাত ছিলেন তিনি।

স্থানীয় চিকিৎসক ড. অ্যানেনসি ফ্লোরেন্স ডি সিলভা বলেন, আমার বিশ্বাস মেঙ্গেল এই শহরে এসেছিলেন। কিন্তু আমি বিশ্বাস করি না যে, তিনি এখানে এসে কাউকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। তবে মেঙ্গেল আসলে এই শহরে এসেছিলেন কি-না তার কোনো প্রমাণ নেই। ১৯৭৯ সালে মারা যান যুদ্ধাপরাধী মেঙ্গেল।

বিজ্ঞানীদের প্রত্যাশা, শহরটিতে জমজ শিশুর জন্মের রহস্য একদিন তারা ঠিকই উন্মোচন করবেন। কিন্তু এই রহস্য আপতত রয়েই গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com