সংবাদ শিরোনাম :
যত অপরাধ ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জের আউশকান্দিতে

যত অপরাধ ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জের আউশকান্দিতে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ নবীগঞ্জের আউশকান্দিতে একের পর এক চুরি ডাকাতি ও মাদক ব্যবসা ও পতিতা ব্যবসা রমরমা হয়ে ওঠেছে। এসব দেখার যেন কেউ নেই! দুই একদিন পরপর ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বিভিন্ন দোকান ঘর ও বাসা বাড়িতে চুরেরা হানা দিয়ে টাকা পয়সা ও দামী জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এতে অনেকেই সর্ব হারিয়ে হায় হায় করতেছেন। কোন প্রমান ও চোর, ডাকাতদের ধরতে না পারায় কেউ আইনের আশ্রয় নিতে পারছেন না। গতকাল সোমবার দুপুরে আউশকান্দি থেকে যাওয়ার পথি মধ্যে ঢাকা সিলেট মহা সড়কের আউশকান্দি

জে,আই,সি গার্মেসের যাওয়া মাত্রই বিকাশ কোম্পানীর এজেন্টের এস আর কে
অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে আটক করে কুপিয়ে তার সাথে থাকা ৮/১০ লক্ষ টাকা
ছিনতাই করে নেয়। আহত এজেন্ট দিলাওর নামের লোকের চিৎকারে আশপাশের লোকজন
এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আউশকান্দি এলাকায় চুরি,
ডাকাতি ও ছিনতায় আতংকে ভূগছেন অনেকেই।
অপরদিকে, নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, চলতি মাসের ৬
তারিখ শুক্রবার রাত অনুমান ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি
ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র মোফাজ্জল হোসেনকে তার
ভাই সিএনজি চালক উজ্জল মোবাইল ফোনে কল করে বলে কিস্তির ১৫ হাজার টাকা
আউশকান্দি হীরাগঞ্জ বাজারে নিয়ে আসার জন্য। এ খবরে তার ভাই রাত সাড়ে
১০টার দিকে ১৫ হাজার টাকা নিয়ে তাড়াতাড়ি বাজারের উদ্দ্যেশে রয়ানা দেয়।
পথিমধ্যে মিঠাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসা মাত্রই পূর্ব
থেকে অৎপেতে থাকা মিঠাপুর গ্রামের কয়েকজন যুবক তর রাস্তা ব্যারিকেট দিয়ে
তাকে আটক করে। এ সময় মোজাম্মেল তার জীবন রক্ষার্থে দৌড় দিলে তাকে দৌড়াইয়া
ধরে প্রাণে হত্যার উদ্দ্যেশ্যে ডেগার দিয়ে পিছন দিক দিয়ে গা মাওে মাঠিতে
ফেলে বেধরক মারপিট করে রক্তাক্ত জখমি করে মাঠিতে ফেলে দেয়। এ ঘটনার খবর
পেয়ে তার আত্মীয় স্বজন ও আশপাশের লোকজন জড়ো হয়ে তাৎখনিকভাবে আহত
মোজাম্মেলকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু
সেখানকার চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে মুমূর্ষ অবস্থায় তাকে সিলেট
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসা নিয়ে করোনার
ভয়ে পরদিন শরিবার ৭তারিখ আহত মোজাম্মেলের পরিবারের লোকজন তাকে বাড়িতে
নিয়ে আসেন। পরবর্তিতে মোজাম্মেলের বাবা ফারুক মিয়া মিঠাপুর গ্রামের
ময়মুরুব্বিয়ান ও যুবকদেরকে এ বিষয়টি অবগত করেন। কিন্তু কেউ তাদের
বিরোদ্ধে কথা বলতে নারাজ। শাষন বা জিঞ্জাসা করতেও অপারগতা প্রকাশ করেন।
অবশেষে নিরোপায় হয়ে আহতের বাবা ফারুক মিয়া আইনের আশ্রয় নিতে বাধ্য হন।
তিনি অভিযোগে উল্লেখ করেন, মিঠাপুর গ্রামের কাদির মিয়ার পুত্র ইমন মিয়া
(২৫), মৃত রহিম উল্লার পুত্র দিলদার হোসেন (২৬), সুযোগ পালের পুত্র মিঠু
পাল (২৪) এর নাম উল্লেখ করে ও গং দিয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ
দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ থানার
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে এলাকায় খোজ নিয়ে অভিযোক্ত ইমন ও দিলদারের নানান অজানা তথ্য
বেরিয়ে এসেছে। ইমন ও দিলদার দীর্ঘদিন ধরে গোপনে গাজাঁ ও ইয়াবা বিক্রয় করে
আসছে। তাদের পিছনে পুরাতন মাদক ব্যবসায়ী ও ডাকাতদের হাত রয়েছে। এ কারণেই
তাদের বিরোদ্ধে কেউ মূখ খুলতে রাজি হচ্ছেন না। এবং তাদেরকে আইনের আওতায়
আনতে পারলেই হয় তো পাওয়া যাবে মাদক কারাবারি ও চুর- ডাকাতদের গডফাদারদের
তালিকা। এ ঘটনায় এলাকায় তমতমে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে সচেতন
মহলের লোকজন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com