লোকালয় ২৪

মৌলভীবাজারে সরে দাঁড়ালের বিএনপির প্রার্থী অলিউর রহমান।

মৌলভীবাজারে সরে দাঁড়ালের বিএনপির প্রার্থী অলিউর রহমান

লোকালয় ডেস্কঃ মৌলভীবাজার পৌর নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচনের পরিবেশ নেই এবং অব্যাহত সন্ত্রাসের অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মো. অলিউর রহমান।

আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বিএনপি প্রার্থী তার লিখিত বক্তব্যে বলেন, ‘আমি নির্দিষ্ট ৪ ছাত্রলীগের ক্যাডারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলাম কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সরকারদলীয় প্রার্থী শত শত বহিরাগত শহরে জমায়েত করেছেন। আমাদের এজেন্টকে হুমকি দেওয়া হচ্ছে এমন পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।’

এর আগে গতকাল বৃহস্পতিবার আরেক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর কর্মী সমর্থক ও সিনিয়র নেতাদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন প্রমুখ।

উল্লেখ্য, আগামীকাল ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।