লোকালয় ২৪

মৌলভীবাজারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

মৌলভীবাজারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৌলভীবাজারে সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- কলেজের হিসাব বিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র তানভির আহমদ, ব্যবস্থাপনা ২য় বর্ষের ছা মেহেদি হাসান জনি, ১ম বর্ষের ছাত্র মিঠুন দেব ও এইচএসসি পরীক্ষার্থী জাহিন আহমদ টিটু। তারা সকলেই জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সমর্থিত। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মৌলভীবাজার সরকারি কলেজে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে প্রথমে কলেজে একটি মিছিল হয়। পরে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন সুজলের নেতৃত্বে আরেকটি মিছিল দেয়া হয়। পরে উভয় গ্রুপ বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসের সুজল বলেন, “আমরা ছাত্রলীগের স্লোগান দিচ্ছি। এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে দা, লাঠি ও চাপাতি দিয়ে আমাদের উপর হামলা চালায়।”

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম হামার বিষয়টি অস্বীকার করে বলেন, “সিনিয়র-জুনিয়র নিয়ে ছোট ভাইদের মধ্যে সামান্য ঘটনা ঘটেছে। এটা সমাধানের চেষ্টা চলছে।”

এবিষয়ে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী বলেন, “কিছু শিক্ষার্থীদের মধ্যে দৌড়াদৌড়ি হয় এবং কয়েকজন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সোহেল আহাম্মদ বলেন, “ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়। বর্তমানে কলেজের পরিস্থিতি অনুকূলে আছে।”