নিজস্ব প্রতিবেদক : সোনাগাজী থানার প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে ডিভিশনের বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন জেল সুপারকে এ আদেশ দেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা মোয়াজ্জেমের পক্ষে ডিভিশন চেয়ে আবেদন করেন তার আইনজীবী ফারুক আহমেদ।
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওই মামলা দায়ের করা হয়।