মহেশতলা, কলকাতা প্রতিনিধি: মোটরসাইকেলে করে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এক যুবক। সড়কে একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে চলে যায় মেয়েটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে প্রেমিকার লাশ রেখেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই যুবক।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে কলকাতার মহেশতলা থানা এলাকার সারেঙ্গাবাদে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মারিয়াটা এক্কা নামে এক তরুণীর মৃত্যু হয়। ঘটনার পর ট্রেলারের চালক গ্রেফতার হন।
ওই চালকের ভাষ্য, একটি মোটরসাইকেল ধাক্কা মারে তার ট্রেলারে। তার পরেই মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রেলারের পেছনের চাকার নিচে চলে যান ওই তরুণী। পরে মোটরসাইকেলচালক সঙ্গে সঙ্গে পালিয়ে যান।
নিহতের পরিবার জানায়, মহেশতলা এলাকায় এক যুবকের সঙ্গে মারিয়াটার প্রেম ছিল। তবে ওই যুবককে তারা কেউই দেখেননি। তারা জানান, বুধবার প্রেমিকের সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন মারিয়াটা।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই পুরুষসঙ্গীই মহেশতলা থানায় যোগাযোগ করার জন্য ফোনে জানিয়েছিলেন বাড়িতে।
ওই যুবককে সনাক্ত করা গেছে বলে দাবি তদন্তকারীদের। তাদের ধারণা মোটরসাইকেল থেকে পড়ে প্রেমিকার দুর্ঘটনা দেখার পরে ভয়েই পালিয়েছিলেন ওই যুবক। তবে অন্যকোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা।