আগামী ২৬ আগস্ট মেয়ের বিয়ের দিন ঠিক হয়েছিল। সে উপলক্ষে বিয়ের কার্ডও বিতরণ করছিলেন ফিলিস্তিনি এক বাবা। কিন্তু দুর্ভাগ্য, মেয়ের বিয়ের আগেই বর্বর ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হলেন তিনি। হতভাগ্য এই বাবার নাম সালাহ তৌফিক সাফতা।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের তুবাস শহরে।
শুক্রবার তুবাস শহরের একটি মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বের হওয়ার পর ইসরায়েলি সেনারা সালাহ তৌফিক সাফতা নামের ওই ফিলিস্তিনি বাবাকে মাথায় গুলি করে।
শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৮ বছর বয়সি ওই বাবাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি মারা যান।একই সময়ে ইসরায়েলি হামলায় পায়ে গুলিবিদ্ধ আরেক ফিলিস্তিনির চিকিৎসা চলছে।
ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে, সাফতা নিরস্ত্র অবস্থায় ছিলেন এবং তিনি একটি স্টোরে প্রবেশ করার আগ মুহূর্তে গুলিবদ্ধি হন। তিনি গত কয়েকদিন ধরে আত্মীয়-স্বজনের মাঝে নিজ মেয়ের বিয়ের কার্ড বিলি করছিলেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি সেনারা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৩৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে সম্প্রতি গাজা উপত্যকার ওপর তিনদিনের ইসরায়েলি বিমান হামলায় ১৭ শিশুসহ নিহত হন ৪৯ ফিলিস্তিনি।