লোকালয় ২৪

মেয়েকে পরীক্ষা কেন্দ্রে দিতে গিয়ে প্রাণ গেল বাবার

ঠাকুরগাঁও: মেয়ে সুমী আকতারকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার পথে ট্রলির ধাক্কায় প্রাণ হারিয়েছেন আব্দুর রহিম (৪৭) নামে এক ব্যক্তি। বাবার মরদেহ রেখে পরীক্ষা দিয়েছে আহত সুমী।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রহিমের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাতোর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমী রাতোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। নেকমরদ আলিম উদ্দীন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার পরীক্ষা হচ্ছে। আব্দুর রহিম সকালে সুমীকে নিয়ে মোটরসাইকেলে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে রাতোর সড়কের বর্গা মোড়ে এলে বিপরীত দিক থেকে একটি ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে বাবা-মেয়ে আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নেকমরদ বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বাবার মরদেহ রেখে নৈতিক শিক্ষা  পরীক্ষা দিয়েছে সুমী।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এসব তথ্য জানিয়েছেন।