লোকালয় ২৪

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের অপরাধে মডার্ন হাসপাতালকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের অপরাধে মডার্ন হাসপাতাল অ্যান্ড ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ মে) দুপুরে অধিদপ্তরটির হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ সময় প্রতিষ্ঠানটি থেকে এক বাক্স মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট জব্দ করেন তিনি।

দেবানন্দ সিনহা জানান, মডার্ন হাসপাতালে অভিযানের সময় ল্যাবে পরীক্ষার জন্য রাখা রিয়েজেন্ট খতিয়ে দেখা হয়। রিএজেন্টগুলো মেয়াদোত্তীর্ণ ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালটিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং এক বাক্স রিয়েজেন্ট জব্দ করা হয়েছে।

ভবিষ্যতে যেন এমন অনিয়ম না করা হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।