দেশজুড়ে আলোচনায় থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী বরখাস্ত হতে পারেন আজ। স্থানীয় সরকার মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে জনিয়েছেন জেলা প্রশাসক আবদুল জলিল।
জেলা প্রশাসক গতকাল বলেন, ‘মেয়র আব্বাসের বিরুদ্ধে অনাস্থাপত্র, রেজুলেশনের কাগজপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন আইন অনুযায়ী এ বিষয়ে পর্যালোচনা করা হবে। এ ছাড়া মেয়র আব্বাসের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার কাগজটিও হাতে এসেছে। তার একটি পজিটিভ প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা আশার পর সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার এ সংক্রান্ত রেজাল্ট আসতে পারে।’ উল্লেখ্য, রাজশাহী সিটি গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পৌর মেয়র আব্বাস আলী।
এরপরই তার বিরুদ্ধে মাঠে নামে স্থানীয় আওয়ামী লীগ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি ১২ কাউন্সিলর তার প্রতি অনাস্থা জানিয়ে জেলাপ্রশাসককে চিঠি দেন।