লোকালয় ২৪

মেসির শাস্তি কমল না

মেসির শাস্তি কমল না

স্পোর্টস ডেস্কঃ মেসির তিন মাসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেটা খারিজ করে দিয়েছে দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা। গত আগস্টে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিন মাসের জন্য নিষিদ্ধ হন লিওনেল মেসি।

সবশেষ কোপা আমেরিকা নিষিদ্ধ হন মেসি। জরিমানা হয় ৫০ হাজার ডলার। আসন্ন জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে পেতে শাস্তি কমানোর আপিল করেছিল এএফএ।

নিষেধাজ্ঞা এক মাস কমিয়ে দুই মাসে করতে আবেদন করেছিল তারা। কিন্তু আপিল খারিজ করে দিল কনকমেবল। তাতে আগামী ৯ ও ১৩ অক্টোবরের ম্যাচ দুটি খেলতে পারবেন না ফিফা বর্ষসেরা খেলোয়াড়।

আগামী ৩ নভেম্বরের আগে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না মেসির। কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর ও চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী লড়াই শেষে কনমেবলের ম্যাচ অফিসিয়াল ও এর সদস্যদের সমালোচনা করেন মেসি। ব্রাজিলকে শিরোপা জেতাতে আয়োজকরা সব ব্যবস্থা করে রেখেছিলেন দাবি করেন তিনি।