খেলাধুলা ডেস্কঃ গত এক দশকেরও বেশি সময় ধরে ফুটবল দুনিয়ার সব আলো কেড়ে নিয়েছেন তারা। আজ মেসি তো কাল রোনালদো। ক্লাবের জার্সিতে নতুবা দেশের হয়ে। ধারাবাহিকভাবেই দ্যুতি ছড়িয়েছেন তারা। লিওনেল মেসি বার্সেলোনায় আর ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেন রিয়াল মাদ্রিদে। কিন্তু একটা জায়গায় তাদের দারুণ মিল। রেকর্ড ভেঙে রেকর্ড গড়ায়! গত এক যুগ ধরে ফুটবল দুনিয়ার বেশির ভাগ রেকর্ডই নিজের করে নিয়েছেন তারা।
তবে রেকর্ড গড়ার তালিকায় রোনালদোর চেয়ে মেসিই এগিয়ে। পাঠকের জন্য বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকারের গড়া এমন পাঁচটি রেকর্ড উল্লেখ করা হলো যেগুলো অবিশ্বাস্য! রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টারের পক্ষেও এই রেকর্ডগুলো ভাঙা প্রায় অসম্ভব!
প্রথম : বার্সেলোনার জার্সিতে স্প্যানিশ লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। ২০১১-১২ মৌসুমে কাতালানদের হয়ে ৩৭ ম্যাচে ৫০ গোল করার অবিস্মরণীয় রেকর্ড গড়েছিলেন এলএম টেন। যা এখন পর্যন্ত লা লিগার ইতিহাসে সর্বোচ্চ। ২০১৪-১৫ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্য সেই রেকর্ড ভাঙার খুব কাছাকাছি চলে এসেছিলেন। সেবার ৩৫ ম্যাচ খেলে ৪৮ গোল করেছিলেন সিআর সেভেন। এ মৌসুমেও তা সম্ভব নয়। কেননা, এই মুহূর্তে রোনালদোর নামের পাশে ২২ গোল। ম্যাচ বাকি মাত্র নয়টি।
দ্বিতীয় : মেসির টানা চতুর্থবার ব্যালন ডি’অর জয়। যদিও বা দুজনই সমান পাঁচবার করে বিশ্বফুটবলের সম্মানজনক এই ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার মাত্র দুইবার টানা ব্যালন ডি’অর নিজের শোকেসে তুলতে সক্ষম হয়েছেন। অথচ লিওনেল মেসি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ব্যালন ডি’অর জিতে ছাড়িয়ে গিয়েছিলেন কিংবদন্তি মিচেল প্লাতিনির টানা তিনবার জয়ের রেকর্ডকে।
তৃতীয় : এল ক্লাসিকোতে মেসির সর্বোচ্চ ১৪ অ্যাসিস্টের রেকর্ড। জনমনের ধারণা এই রেকর্ডটাকেও কখনোও ভাঙতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। কেননা স্পেনের সবচেয় বড় ডার্বিতে এখন পর্যন্ত রোনালদোর অ্যাসিস্ট মাত্র একটি।
চতুর্থ : রোনালদো কোনো মৌসুমেই টানা দ্বিতীয়বারের মতো ৬০ কিংবা তারও বেশি গোল করার রেকর্ড করতে পারেনি। অন্যদিকে ২০১১-১২ মৌসুমে অবিশ্বাস্যভাবে বার্সেলোনার জার্সিতে ৭৩ গোল করেছিলেন মেসি। পরের মৌসুমেও প্রতিপক্ষের জালে ৬০ বার বল জড়িয়েছিলেন এলএম টেন। পক্ষান্তরে, রিয়াল তারকা রোনালদো ভিন্ন ভিন্ন দুই মৌসুমে ৬০ কিংবা তারও বেশি গোল করতে সক্ষম হয়েছিলেন।
পঞ্চম : একই বর্ষপঞ্জিকায় (ক্লাব এবং দেশের জার্সিতে) সর্বোচ্চ গোলের রেকর্ডটাও মেসির দখলে। এখন পর্যন্ত যার কাছাকাছিও যেতে পারেননি রোনালদো। ২০১২ সালে বার্সেলোনা এবং আর্জেন্টিনার হয়ে ৯১ গোল করেছিলেন মেসি। এখন পর্যন্ত এক বছরে রোনালদোর সর্বোচ্চ গোল ৬৯টি। যদিও বা এ বছরে দুর্দান্ত খেলছেন সিআর সেভেন। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টারের গোলসংখ্যা ২১।