লোকালয় ২৪

মেঝে পরিষ্কার করলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

লোকালয় ডেস্কঃ রাজনীতিবিদরা কেবল সমস্যা তৈরি করেন, সমাধান করেন না, এমন মতামত অনেকের। কিন্তু নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে সমাধানে বিশ্বাসী। তাই হাত থেকে কাপ পড়ে গিয়ে যখন মেঝেতে কফি ছড়িয়ে পড়ল, তখন তিনি নিজেই মেঝে পরিষ্কার শুরু করলেন।

৫ জুন, মঙ্গলবার এই ঘটনার ভিডিও প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

হাতে এক কাপ কফি আর কিছু কাগজপত্র নিয়ে তড়িঘড়ি পার্লামেন্টের ভেতর দিয়ে হাঁটছিলেন মার্ক রুটে। হঠাৎ তার হাত থেকে কাপটা পড়ে মেঝেতে ছড়িয়ে গেল কফি।

অন্য কোনো নেতা হলে কী করতেন? নিঃসন্দেহে অন্য কেউ তা পরিষ্কার করবে তা ভেবে কফি ফেলে রেখেই চলে যেতেন। তা করেননি মার্ক রুটে। সাথে সাথেই তিনি কাপ এবং তার ঢাকনা তুলে ফেলে দেন। এরপর পাশে দাঁড়ানো এক পরিষ্কারকর্মীর হাত থেকে ঘর মোছার লাঠি (মপ) নিয়ে নিজেই কফিটুকু পরিষ্কার করতে শুরু করেন। মার্ক রুটের উদ্দেশ্য ভালো হলেও তিনি আদতে মেঝে পরিষ্কার করতে তেমন পটু নন। ফলে শেষ দিকে পরিষ্কারকর্মীরা তাকে হাতে ধরে দেখিয়ে দেন কী করে মেঝে পরিষ্কার করতে হয়।