ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে অজ্ঞাত পরিচয় (৪০) এক নারীর ময়নাতদন্ত করার সময় তার পেটে ১৫০০ পিস ইয়াবা পেয়েছে ফরেনসিক বিভাগের চিকিৎসকরা।
ওই নারীর মরদেহটি দুই অজ্ঞাত লোক ঢাকার হৃদরোগ হাসপাতালে ফেলে গিয়েছিলো। বুধবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ওই নারীর ময়নাতদন্ত করা হয়।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান এ এম সেলিম রেজা বলেন, ওই নারীর পেটে মোট ৫৭ প্যাকেট ইয়াবা ছিল। পেটের মধ্যে দুই প্যাকেট গলে যায়, বাকি ৫৫ প্যাকেটে ওই ইয়াবাগুলো পাওয়া যায়।
শেরেবাংলা নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ওই নারীকে দুইজন লোক হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন। তখন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ শুনে ওই দুইজন অ্যাম্বুলেন্স ভাড়া করার কথা বলে বাইরে গিয়ে আর ফেরত আসেননি। আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। যে দুই লোক তাকে নিয়ে এসেছিলো, তাদের সন্ধানও পাওয়া যাচ্ছে না। তবে ওই মৃত নারীর আঙ্গুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয় পত্রের তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, তাকে রেখে পালিয়ে যাওয়া দুই লোককে সনাক্ত করতে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, নেশাদ্রব্য ইয়াবা পেটের ভেতরে নিয়ে পাচারের কয়েকটি ঘটনা এর আগে একাধিকবার ধরা পড়লেও ময়নাতদন্তকালে মৃত কারো পেটে ইয়াবা পাওয়ার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম।