লোকালয় ২৪

মুড়ারবন্দ দরবার শরীফে উরস পালিত

মুড়ারবন্দ দরবার শরীফে উরস পালিত

মোঃ আব্দুল হাই: চুনারুঘাট উপজেলায় মুড়ারবন্দে সিপাহ্সালার সৈয়দ নাসিরুদ্দিন (রহ:) সহ ১২০ জন ওলীর দরবার শরীফে গত বৃহস্পতিবার ২১ রমজান হযরত শেরে খোদা মওলা আলী মুসকিল কুসা (রা:) এর পবিত্র শাহাদাত বার্ষিকী (উরস) পালিত হয়। সেই উপলক্ষে মুড়ারবন্দে দরবার শরীফে পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতির স্বার্বিক উদ্দ্যেগে ইফতার মাহফিল, সামা, কুরআন খানি, সারারাত্র ব্যাপী মিলাদ-মাহফিল ও জিকির আজগার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকার সময় মুড়ারবন্দ দরবার শরীফে মোতায়ালী সৈয়দ শফিক আহমেদ চিশ্তীর সভাপতিত্বে ও সৈয়দ মুরাদ আহমেদ চিশ্তী স্বার্বিক পরিচালনায় ওলি আল্লাহদের শান মান নিয়ে তরীকাপন্থী বয়ান পেশ করেন, সিলেটের ঐতিহাসিক গবেষক মোঃ শহীদুল ইসলাম (সেলিম), ইয়ালা সাহেব বাড়ির পীরজাদা সৈয়দ মানিকুল হোসাইন মানিক মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী সৈয়দ জিয়াউর রহমান জুয়েল। এতে দেশের বিভিন্ন অ ল থেকে অসংখ্য আশিক-ভক্তবৃন্দের সমাগম ঘটে রুহানি ফয়েজ হাসিলের জন্য। বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র উরস শরীফের সমাপ্তি ঘটে।