লোকালয় ডেস্কঃ ৪৯ বছর বয়সী সাজি চেরিয়ান খ্রিস্টান ধর্মাবলী হলেও প্রায় এক হাজার মুসলিমের জন্য মসজিদ তৈরি করে নজর কাড়লেন গণমাধ্যমের। ভারতের কেরালা রাজ্যের কায়ামকুলাম শহরের বেড়ে উঠেছেন সাজি। ২০০৩ সালে হাজার খানিক টাকা নিয়ে ব্যবসায়ের উদ্দেশ্যে ভারত থেকে আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন তিনি। এখন তিনি কোটি-কোটি টাকার মালিক। আরব আমিরাতে একটি কর্মী আবাসের মালিকও হয়ে গেছেন সাজি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, আরব আমিরাতে সাজির শ্রমিক আবাসে বসবাসকারী কর্মীদের জন্য, প্রায় তিন কোটি টাকা ব্যয় করে তিনি নির্মাণ করেছেন একটি মসজিদ। আরব আমিরাতে আল হায়াল শিল্প এলাকায় নির্মিত এই মসজিদের ভেতর ও আঙ্গিনা মিলিয়ে ৯৫০ জন মানুষ তাদের নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদের নাম রাখা হয়েছে ‘মারিয়াম উম্মে ঈসা’ যার অর্থ হচ্ছে, ঈসা মরিয়ামের সন্তান।
সাজি গণমাধ্যমকে বলেনে, ‘এ এলাকায় মসজিদ নেই বলে এখানকার কর্মীরা প্রায় ৫০০ টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে জুম্মা আদায় করতে আরেক এলাকার মসজিদে ভিড় জমান। তাই তাদের সুবিধার্থে আমি এই মসজিদ তৈরির উদ্যোগ নেই’।