লোকালয় ২৪

‘মুসলিমদের জন্য দেড়শ দেশ, হিন্দুদের জন্য শুধুই ভারত’

‘মুসলিমদের জন্য দেড়শ দেশ, হিন্দুদের জন্য শুধুই ভারত’

আন্তর্জাতিক ডেস্ক- বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এবার সেই বিতর্ক আরও উস্কে দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। সিএএ-এর পক্ষে মঙ্গলবার গুজরাটে ৬২টি ব়্যালি হয়।

আমেদাবাদের ব়্যালিতে বিজয় রুপানি বলেন, ‘মুসলমানদের জন্য বিশ্বে ১৫০টি দেশ রয়েছে। তারা সেখানে যেতে পারে। কিন্তু, হিন্দুদের জন্য একটি-ই দেশ রয়েছে, তা হল ভারত।

ভিড়ে ঠাসা বিজেপির ব়্যালিতে রুপানি দাবি করেন, ভারতে মুসলমানরা সম্মানের সঙ্গে বসবাস করার সুযোগ পান। তাদের জনসংখ্যাও বেড়েছে। তার কথায়, ‘৯ থেকে মুসলমানদের জনসংখ্যা ভারতে ১৪ শতাংশে পৌঁছেছে। ধর্ম নিরপেক্ষ সংবিধানের কারণে মুসলমানরা এদেশে সম্মানের সঙ্গে খুব ভালভাবে বসবাস করছেন।’

সিএএ-এর পক্ষে বলতে গিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তানে হিন্দুদের হার ২২ থেকে ৩ শতাংশে নেমে গিয়েছে। সেখানে তাদের উপর অত্যাচার করা হয়েছে, সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। বহু আগে তাই সেদেশ থেকে হিন্দুরা ভারতে চলে এসেছিল। কিন্তু, নাগরিকত্ব না মেলায় তারা সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন না।’