মুজিব বর্ষেই দেশের সব ঘরে আলো জ্বলবে: প্রধানমন্ত্রী

মুজিব বর্ষেই দেশের সব ঘরে আলো জ্বলবে: প্রধানমন্ত্রী

মুজিব বর্ষেই দেশের সব ঘরে আলো জ্বলবে: প্রধানমন্ত্রী
মুজিব বর্ষেই দেশের সব ঘরে আলো জ্বলবে: প্রধানমন্ত্রী

ঢাকা- ২০২১ সালের মধ্যে দেশের সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সাত বিদ্যুৎকেন্দ্র ও ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ; আমরা মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি। ইনশাল্লাহ, এই যে মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি, এর মাঝে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হব, বলে আশা করছি। কেউ অন্ধকারে থাকবে না। সব ঘরেই আলো জ্বলবে।’

তিনি বলেন, সব ঘরে কিভাবে আলো জ্বালাব? সব জায়গায় তো আমাদের গ্রীড লাইন নাই। যেখানে গ্রীড লাইন নাই বা দুর্গম এলাকা, চর, হাওর, পাহাড়সহ যে সব অঞ্চলে এখনও গ্রীড লাইন পৌঁছায় নি, সেখানে আমরা আমাদের সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছি। বায়োগ্যাস প্ল্যান্ট বা সোলার প্যানেলসহ বিভিন্ন উপায়ে বিদ্যুৎ উৎপাদন করে তা পৌঁছে দিয়ে সেই ঘরগুলিও যাতে অন্ধকার না থাকে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। সেইভাবেই আমরা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি।

সরকার যে বিদ্যুৎ উৎপাদন করে, এতে যে অর্থ খরচ হয় তার থেকে কম খরচে সরবরাহ ও ভতুর্কি দেওয়া হচ্ছে। এজন্য সকলকে অনুরোধ জানিয়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বিদ্যুৎ অপচয় আপনারা বন্ধ করবেন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন, মিতব্যয়ী হবেন। তাতে যারা বিদ্যুৎ ব্যবহার করছে তারাও লাভজনক হবে। কারণ বিলটা কম আসবে।’

সরকার প্রধান বলেন, ‘পরিকল্পিতভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও সঞ্চালন করে যাচ্ছি। যার সুফল দেশের মানুষ পাচ্ছেন। তৃণমূল পর্যায়ের মানুষ যাতে উন্নয়নের ফল পায় সে লক্ষ্য সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়ন মানে শুধু শহরের মানুষের উন্নয়ন না। তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়ন আমরা নিশ্চিত করতে চাই। যাতে তাদের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, শিক্ষার অধিকার নিশ্চিত করা যায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশটা আমাদের। দেশের ও জনগণের সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। সম্পদ যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com