লোকালয় ডেস্কঃ ফরিদপুরে নিখোঁজ আলাউদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ যাকে ফেরত পাওয়ার জন্য তার মা মুক্তিপণ দিয়েছিলেন।
নিহত আলাউদ্দিন অন্তর জেলার নগরকান্দা উপজেলার পাগলপাড়া গ্রামের গ্রিস প্রবাসী আবুল হোসেনের ছেলে।
জেলার পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, অপহরণ মামলার আসামি মাহবুব আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে পাগলপাড়া গ্রামে মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে পুলিশ।
আলাউদ্দিন গত ৭ জুন তারাবি পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে জিডি করেন তার মা জান্নাতি বেগম। এরও সপ্তাহ খানেক পর তিনি ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন এবং নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
পুলিশ সুপার বলেন, অপহরণের পর রাতেই তাকে গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে গ্রামের রাস্তার পাশে খাদে পুঁতে রাখা হয়।
“ওই গ্রামের খোকনের সঙ্গে আলাউদ্দিনের পরিবারের পারিবারিক ঝামেলা চলছে। মামলাও চলছে এ নিয়ে। খোকনের সঙ্গে গ্রামের এক নারীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। খোকন ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে আলাউদ্দিন। আবার গ্রামের এক মেয়ের সঙ্গে আলাউদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের আত্মীয় মাহবুব ও খোকন মিলে অন্তরকে হত্যার পরিকল্পনা করেন বলে প্রাথমিক তদন্তের তথ্য।”
হত্যার পর খুনিরা আলাউদ্দিনের মায়ের কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেন বলে তাদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে পুলিশ সুপার জানিয়েছেন।