লোকালয় ২৪

মিয়ানমার থেকে দেশে ফিরলেন সেই ১৭ জেলে

মিয়ানমার থেকে দেশে ফিরলেন সেই ১৭ জেলে

কক্সবাজার- নৌযানসহ মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ১৭ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। সাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়লে তাদের আটক করে মিয়ানমার নৌ বাহিনী।

শুক্রবার দুপুরে মিয়ানমার নৌ বাহিনী আটককৃতদের কোস্টগার্ডের কাছে হস্তান্তরের জন্য যাত্রা করে। রাত সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিন সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিনের কাছে জেলেদের হস্তান্তর করেন।

সেন্টমার্টিনের আনুমানিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জল সীমানায় এ হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যরা এ হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেন।

ফেরত আসা জেলেদের মধ্যে ১৩ জন ভোলার, দুই জন চট্টগ্রামের, একজন ঝালকাঠির ও একজন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফের সেন্টমার্টিন এলাকা দিয়ে মাছ ধরার জন্য ঢুকে পড়লে বোটসহ ১৭ বাংলাদেশি জেলেকে আটক করে মিয়ানমারের নৌবাহিনী।

এর আগে গত ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে ঢুকে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ মাঝি-মাল্লাকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।