কক্সবাজার- কক্সবাজারের টেকনাফে নাফনদীতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক জেলে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তে নাফ নদী এপারে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ হোয়াইক্যং খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে। আহত অপর জেলে একই এলাকার আবুল কালাম। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, নূর মোহাম্মদ ও আবুল কাসেম ভোরের দিকে তাদের গ্রামের পাশে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে যান।
“মিয়ানমারের সীমান্তরক্ষীরা তাদের ওপর গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় নূর মোহাম্মদ। কালামও গুলিতে আহত হয়। খবর পেয়ে এসে টেকনাফ থানা পুলিশ নূর মোহাম্মদের লাশ উদ্ধার করে।”
জানতে চাইলে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠিয়ে তাদের ব্যাখ্যা জানতে চাইব।”
এদিকে নিহত নূর মোহাম্মদের সংসারের স্ত্রী, ৪ জন মেয়ে, ১ জন ছেলে এবং গুলিতে আহত জেলের পরিবারে স্ত্রী, ৩ সন্তান রয়েছে বলে জানান এলাকাবাসী।
তারা অভাবের তাড়নায় গত বুধবার রাত ১১টার দিকে নাফ নদে ঠেলা জাল নিয়ে মাছ শিকারে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply