বিনোদন ডেস্ক : রাতের কলকাতায় দুষ্কৃতীদের হাতে হেনস্থা হলেন সাবেক মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্ত। নিজের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ফেসবুকে ভিডিও-সহ দেন তিনি।
ফেসবুকে ঊষসী লিখেছেন, গতকাল মধ্যরাতে ১১.৪০ মিনিটে উবের ধরে জে ডব্লু ম্যারিয়েট থেকে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। বিনোদনজগতে কাজ করেন বলে বাড়ি ফিরতে ফিরতে গভীর রাত হয়ে যায়। সহকর্মীরাও ছিলেন তাঁর সঙ্গে। এক্সাইড ক্রসিংয়ে এলগিন রোডের দিকে বাম দিকে ঘুরছিল তাঁর গাড়ি। ঠিক তখনই একটি বাইক ধাক্কা মারে গাড়িতে। তাদের কারও মাথায় হেলমেট ছিল না। এরপরই জড়ো হয়ে যায় ১৫টি ছেলে। তারা গাড়িতে ধাক্কা মারতে থাকে। গাড়ির দরজা ভাঙার চেষ্টা করে। চালককে বাইরে এনে মারধর শুরু করে তারা।
পুলিশের কাছ থেকে সহযোগিতা মেলেনি বলে অভিযোগ ঊষসীর। লিখেছেন, উবার চালককে মেরে ফেলতে পারত ছেলেগুলো। তখনই সোজা দৌড়ে যান ময়দান থানায়। সেখানে এক অফিসার জানিয়ে দেন, ঘটনাস্থল ভবানীপুর থানার আওতাধীন। করজোর করার পর পুলিশ অফিসার সেখানে যান। তাঁকে ধাক্কা দিয়ে পালায় ছেলেগুলি।
শুধু তাই নয়, ছেলেগুলি সেই গাড়িটিকে লেক গার্ডেনস পর্যন্ত তাড়া করে বলেও অভিযোগ ঊষসীর। লেখেন, লেক গার্ডেনসে গাড়ি আটকে পাখর ছোড়ে তারা। ভেঙে দেয় কাঁচ। তাঁকে টেনেহেঁচড়ে বাইরে এনে ফোন ভেঙে দেওয়ার চেষ্টা করে তারা। চেঁচামেচির পর স্থানীয়রা চলে আসেন। এফআইআর করার পর পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ঊষসীর। পুলিশী নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। ১০০ মিটার দূরে থেকেও যেভাবে পুলিশ অন্য থানার এলাকা দেখিয়ে দিচ্ছে, তাতে হতচকিত প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স।