সংবাদ শিরোনাম :
মির্জাপুরে সিনেমা স্টাইলে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

মির্জাপুরে সিনেমা স্টাইলে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

মির্জাপুরে সিনেমা স্টাইলে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই
মির্জাপুরে সিনেমা স্টাইলে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে গুলি করে সিনেমা স্টাইলে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

রোববার (২৫ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল (পুরাতন) মহাসড়কের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ডিস্ট্রিবিউশন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি মির্জাপুর শাখার বিতরণ কেন্দ্রের ২ জন সুপারভাইজার কাজী আসাদুল হক ও মোহন সাহা, একাউন্টার আঃ মতিনের কাছ থেকে এ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

সুপারভাইজার কাজী আসাদুল হক জানান, অগ্রণী ব্যাংকে ২৬ লাখ ৪০ হাজার জমা দেওয়ার উদ্দেশ্যে টাকা নিয়ে অফিস থেকে বেরিয়ে মহাসড়কের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছালে সামনে থাকা ৪টি মোটর সাইকেলের ৮ জন আরোহী আমাদের সাথে থাকা দুটি মোটর সাইকেলের গতিরোধ করে সঙ্গে সঙ্গেই মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। তাদের পরিচয় জানতে চাইলে গালি এবং আমাদের মাথা নিচু করে সাথে থাকা টাকার ব্যাগ নিতে চাইলে একাউন্টার ব্যাগ নিয়ে মোটরসাইকেল থেকে নামলে তার মাথায় পিস্তল ঠেকিয়ে জঙ্গলে ফাঁকা গুলি করে তাদের কাছ থেকে সু কৌশলে টাকার ব্যাগ নিয়ে নেয় সন্ত্রাসীরা।

সন্ত্রাসীরা সকলেই হেলমেট এবং মুখে মাস্ক পড়া ছিলো বলেও জানান তিনি।

এ বিষয়ে মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মোঃ মোশাররফ জানান, পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসীদের আটক করতে সকল ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্টও বসানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com