লোকালয় ২৪

মিরপুরে কার্নিশে আটকা পড়া বিড়াল উদ্ধার করল ফায়ার সার্ভিস

লোকালয় ডেস্কঃ মিরপুরের বর্ধনবাড়ি এলাকায় চারতলা একটি বাড়ির তৃতীয় তলার কার্নিশে আটকা পড়া একটি বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

কার্নিশে আটকা পড়ার পাঁচ দিন পরে গত মঙ্গলবার সাদা-কালো বিড়ালটি উদ্ধার করা হয়।

জেসমিন নাহার নামে এক গৃহিনী জানান, পাশের বাসার কার্নিশে আটকে পড়া বিড়ালটিকে তিনি খাবার দিয়েছেন। তবে দুই বাড়ির মাঝখানে দূরত্ব বেশ খানিকটা হওয়ায় ছুড়ে দেওয়া খাবার কার্নিশে গিয়ে ঠিক পৌঁছাতো না। দিন দিন বিড়ালটি দুর্বল হয়ে পড়ছিল।

বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিসের ছয় সদস্যের দলে নেতৃত্বে ছিলেন মিরপুর অঞ্চলের স্টেশন অফিসার মো. মুজিবর রহমান।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে বিড়ালটিকে উদ্ধার করতে যান ফায়ার সার্ভিস কর্মীরা। বৃষ্টির কারণে ওই বাড়ির আঙ্গিনা কর্দমাক্ত ছিল। তাই উদ্ধার প্রক্রিয়া কিছুটা কঠিন ছিল। দুর্ঘটনার ঝুঁকিও ছিল।

মুজিবর রহমান আরও জানান, মই ব্যবহার করে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় বিড়ালটিকে উদ্ধার করে বস্তায় ভরে কার্নিশ থেকে নামানো হয়। মাঝে মধ্যেই তারা বিপদে পড়া প্রাণীদের উদ্ধার করেন বলে জানান তিনি।