আন্তর্জাতিক ডেস্কঃ এইচপিসিডির মুখপাত্র লালবিয়াকজামা সাংবাদিকদের বলেন, ‘আজকের দিনটি ঐতিহাসিক। শুধু মার সম্প্রদায়ের জন্যই নয়, মিজোরামের সব বাসিন্দার জন্যই এই ঘরে ফেরা মঙ্গলময় হয়ে উঠবে।’
এর আগেও মিজো ন্যাশনাল ফ্রন্টের (এমএনএফ) জঙ্গিরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। একসময়কার এমএনএফ নেতা লালডেঙ্গা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। উত্তর-পূর্ব ভারতে মিজোরামই একমাত্র কংগ্রেস শাসিত রাজ্য।