মুন্সীগঞ্জ প্রতিনিধি- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরীর নিজ বাড়িতে এক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার(১৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে দয়াহাটা গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, ঘটনাস্থলে এসে এক রাউন্ড গুলির আলামত পাওয়া গেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এসময় বাড়িতে কেউ ছিলেন না।
মাহী বি চৌধুরীর পক্ষ থেকে কাউকে অভিযুক্ত করে মৌখিক অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।
ভাগ্যকূল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাহী বি চৌধুরীর সমর্থক মোঃ ওবায়দুল সোহাগ জানান, নিজ বাড়ির মাহী বি চৌধুরীর রুমকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালিয়েছে। জানালায় গুলি লাগে এবং কেউ বাড়িতে ছিল না তখন। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা জানা নেই। পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, আটপাড়া নির্বাচনী ক্যাম্পে রাত সাড়ে ৯টার দিকে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। এই ঘটনায় মাহী বি চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন এবং ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।