লোকালয় ২৪

মাস্ক পরিষ্কার করার সঠিক পদ্ধতি

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি। তবে একই মাস্ক একাধিকবার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। নইলে ব্যবহৃত মাস্কের মাধ্যমেই আপনি সংক্রমিত হতে পারেন।

তাই মাস্ক ধোয়ার সঠিক পদ্ধতি জেনে রাখা খুব জরুরি। যদি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন, তাহলে পরিষ্কার করার ঝামেলা নেই। সার্জিক্যাল মাস্ক পরে ফেলে দিতে হয়। কিন্তু এন৯৫ (চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য) ও সুতির কাপড়ের মাস্ক বা টেরিলিন কাপড়ের মাস্ক এমনকি ঘরোয়া উপায়ে বানানো মাস্ক পরলেও নির্দিষ্ট রীতি মেনে তাদের পরিষ্কার করতে হবে। চলুন জেনে নেয়া যাক মাস্ক ধোয়ার সঠিক পদ্ধতিটি-

> বাইরে থেকে বাড়ি ফিরে মাস্কের দড়ি, ফিতা বা রাবার ব্যান্ডের অংশ ধরে মাস্ক খুলুন। মাস্কে সরাসরি হাত দেবেন না। এবার তা সাবান পানিতে ভিজিয়ে কেচে নিন। তাতে মাস্ক জীবাণুমুক্ত হবে।

> কাচার পর জীবাণুনাশক লোশনে ডুবিয়ে ঝুলিয়ে রাখুন বারান্দায় কোনো আংটায়। ফিতা বা দড়ির অংশটি আংটায় ঝুলাতে হবে। শুকানোর সময় মাস্কের মূল অংশে ধুলোবালি যেন না লাগে সেদিকে খেয়াল রাখুন।

> আরো একটি উপায়ে মাস্ক পরিষ্কার করতে পারেন। পানি ফুটতে দিয়ে তাতে সামান্য লবণ দিন। এবার ওই লবণ মেশানো গরম পানিতে মাস্ক ফুটিয়ে নিন। তাতেও সহজেই জীবাণুমুক্ত হবে মাস্ক। তবে এক্ষেত্রেও নিয়ম মেনে তাকে কড়া রোদে শুকাতে হবে।