লোকালয় ২৪

মাস্ক থেকে সংক্রমণ রোধে বিশেষজ্ঞদের তিন পরামর্শ

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে মানুষ নানাভাবেই সতর্কতা অবলম্বন করছেন। ছোঁয়াচে এই রোগ হাঁচি-কাশির মাধ্যমেও ছড়ায়। তাইতো ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

তবে অনেকেটা সময় এই মাস্ক পড়ে থাকলেও বিপদ। এই বিষয়ে হাডার্সফেল্ড বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এসেছে কিছু তথ্য। তারা জানিয়েছেন, মাস্ক ব্যবহারে মুখের অনেকটা অংশ ঢেকে থাকার কারণে নাক ও গালে হতে পারে এলার্জি ও জ্বালাভাব। যার প্রভাবে ঘটতে পারে দীর্ঘস্থায়ী ত্বকের ক্ষতি।

বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন, মাস্ক থেকেও ছড়াতে পারে নানা রকম সংক্রমণ। দীর্ঘ সময় ধরে মাস্কের ব্যবহারের ফলে ত্বকে ব্যথা ও দাগের মতো সমস্যাও তৈরি হতে পারে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ২৪ ঘণ্টায় মাস্ক পরা বাধ্যতামূলক। এর ফলে তাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি ত্বকের সমস্যার অনেক ছবিও দেখা যাচ্ছে সোস্যাল মিডিয়াতে। এ জন্য মাস্ক থেকে ত্বক রক্ষার তিনটি উপায় জানিয়েছেন হাডার্সফেল্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা-

> ত্বক সব সময় হাইড্রেট এবং ময়শ্চারাইজড রাখতে হবে।

> মাস্ক পরার অন্তত ৩০ মিনিট আগে লাগাতে হবে ময়শ্চারযুক্ত ক্রিম।

> মাস্কের ভেতরের দিকটা সবসময় রাখতে হবে পরিষ্কার।