সংবাদ শিরোনাম :
মাশরাফিদের জার্সি বিক্রি করবে বিসিবি

মাশরাফিদের জার্সি বিক্রি করবে বিসিবি

মাশরাফিদের জার্সি বিক্রি করবে বিসিবি
মাশরাফিদের জার্সি বিক্রি করবে বিসিবি

খেলাধুলা ডেস্কঃ আগামী ২৫ এপ্রিল থেকে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি কিনতে পারবেন ক্রিকেট ভক্তরা।  মাশরাফি-সাকিবদের লাল-সবুজ জার্সিকে সহজলভ্য করতে এক বছরের জন্য স্পোর্টস স্পোর্টজকে জার্সি বিক্রির স্বত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছর সকল টুর্নামেন্টের জার্সি বিক্রয় করবে এই প্রতিষ্ঠান।

তবে কোথায়? কত দামে জার্সি বিক্রি হবে- এ ব্যাপারে কোন সিদ্ধান্তের কথা জানায়নি স্পোর্টস স্পোর্টজ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি মেহতাব উদ্দিন আহমেদ জানালেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বকাপের জার্সি উন্মোচন হবে। এরপর বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের আউটলেটের মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা জার্সি কেনার সুযোগ পাবেন।’ কেমন দামে জার্সি পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে তিনি জানালেন নির্ধারিত হয়নি জার্সির মূল্য, ‘আমরা এখনো মূল্য নির্ধারণ করিনি। তবে জার্সির মূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।’

এই প্রথম বিসিবি বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি আনুষ্ঠানিকভাবে বিক্রির উদ্যোগ নিয়েছে। এমনিতে বাংলাদেশ দলের জার্সি নকল করে বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রি করা হয়। এবার আর সেই সুযোগ পাবেন না সাধারণ ব্যবসায়ীরা।

এখন থেকে কেউ অবৈধভাবে জার্সি বানালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ‘কেউ যেন নকল জার্সি না বানাতে পারে, সেই দিকে নজরদারির ব্যবস্থা থাকবে। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শুধু বাংলাদেশেই নয়, ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালেও আইসিসির ভেন্যুগুলোতে মাশরাফিদের জার্সি পাওয়া যাবে। এ ব্যাপারে আইসিসির সঙ্গে কথা বার্তা হচ্ছে বিসিবির। প্রধান নির্বাহী এ প্রসঙ্গে জানান, ‘আমরা আইসিসির সঙ্গে কথা বার্তা বলছি। বিশ্বকাপ চলাকালে ভেন্যুগুলোতে জার্সি বিক্রির উদ্যোগ নিবো।’

শুধু ঢাকাতেই নয়, সমগ্র বাংলাদেশের নির্ধারিত আউটলেটে জার্সি কিনতে পারবেন ক্রিকেট ভক্তরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে সব কিছু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com