সংবাদ শিরোনাম :
মাশরাফিকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন না: সজল

মাশরাফিকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন না: সজল

মাশরাফিকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন না: সজল
মাশরাফিকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন না: সজল

বিনোদন ডেস্ক: ‘আমি বরাবরই বাংলাদেশ দল নিয়ে অনেক আশাবাদী। কখনও দল নিয়ে হতাশাগ্রস্ত হই না। আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের দল দেশের প্রতিনিধিত্ব করছে— এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। কিন্তু এখনো আমাদের অনেক শেখার বাকি আছে। অনেক অভিজ্ঞতার বাকি আছে। এর মধ্যেও বাংলাদেশ যতটুকু করেছে— আলহামদুলিল্লাহ।’ বাংলাদেশ দল নিয়ে এভাবেই প্রত্যাশা ব্যক্ত করেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

গত ১৭ জুন, ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে বাংলাদেশ দলের দুর্দান্ত বিজয় দেশের কোটি মানুষের মন আনন্দে ভরিয়ে দিয়েছে। মিলেছে টুর্নামেন্টে টিকে থাকার স্বস্তি। আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ইংল্যাণ্ডের ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার মুখোমুখী হবে বাংলাদেশ। একটি ম্যাচে জয়-পরাজয় দুটোই থাকে। এক্ষেত্রে বাংলাদেশ হারলে কতটুকু কষ্টবোধ হবে?  এমন এক প্রশ্নের উত্তরে সজল বলেন, ‘নিজের দেশ হারলে খারাপ লাগবে এটাই স্বাভাবিক। বরং খারাপ না লাগাটাই অস্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জনের পর থেকে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো পছন্দের দল নেই। অন্য কোনো দলের প্রতি আগ্রহ-ই নেই। বাংলাদেশ যখন বাদ পড়ে তখন আর ক্রিকেট খেলা দেখার আগ্রহ থাকে না। খেলায় হারজিত থাকবেই। তবে আমার একটাই প্রত্যাশা— বাংলাদেশ যেন তার সম্মানজনক জায়গাটা ধরে রাখতে পারে। আর সবার প্রতি একটাই অনুরোধ, আমাদের দল নিয়ে বিরূপ মনোভাব পোষণ করবেন না, বরং তাদের উৎসাহ দিন— যাতে তারা সেরাটা দিতে পারে। মাঠে বাজে দিন গেলে অনেকে বিরূপ মন্তব্য করেন। মাশরাফিকে নিয়েও এটা হয়েছে। এগুলো ঠিক নয়।’

আপনার প্রিয় খেলোয়াড় কে? জবাবে সজল বলেন, ‘অনেকেই প্রিয়। মাশরাফি বিন মর্তুজা ভীষণ প্রিয় একজন খেলোয়াড়। এছাড়া মুশফিকুর রহিম, তামিম ইকবালও আমার খুব প্রিয়।’  প্রিয় হওয়ার কারণ ব্যাখ্যা করে এ অভিনেতা বলেন, ‘এদের প্রত্যেকের খেলার ধরন আমার ভালো লাগে। খেলার প্রতি এদের মনোযোগ, ত্যাগ আমার ভালো লাগে। প্রতিবারই তাদের এসব গুণ আমাকে মুগ্ধ করে। খেলায় নানারকম দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু তাদের দৃঢ়তা, সংগ্রামী মনোভাব আমাকে নাড়িয়ে দেয়। একটি দলের খেলোয়াড়দের মোটিভেট করে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া সত্যি অবাক করার মতো বিষয়! আর এ কাজটি করেছেন মাশরাফি। মানুষ এতটা ঠান্ডা মাথার থাকতে পারে মাশরাফিকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com