মার্কিন রাষ্ট্রদূতের সাথে জরুরী বৈঠকে বিএনপি নেতারা

মার্কিন রাষ্ট্রদূতের সাথে জরুরী বৈঠকে বিএনপি নেতারা

মার্কিন রাষ্ট্রদূতের সাথে জরুরী বৈঠকে বিএনপি নেতারা
মার্কিন রাষ্ট্রদূতের সাথে জরুরী বৈঠকে বিএনপি নেতারা

ষ্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট।

অপরদিকে ভোট কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। ভোটগ্রহণের পর গতকাল (বৃহস্পতিবার) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহন করলেও তাতে অংশ নেননি ঐক্যফ্রন্টের বিজয়ী নেতারা।

এরই ধারাবাহিকতায় সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা অনিয়মের বিষয়াবলিকে সামনে রেখে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি নেতারা।

৪ জানুয়ারী (শুক্রবার) সকাল ১০টা নাগাদ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এ জরুরী বৈঠক শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত রয়েছেন।

বিএনপির প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সাথে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com