লোকালয় ২৪

মার্কিন অভিযানে আইএস প্রধান বাগদাদি নিহত

মার্কিন অভিযানে আইএস প্রধান বাগদাদি নিহত

আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তানের সক্রিয় উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট গ্রুপ যাকে তাদের নেতা হিসেবে প্রচার করে – সেই আবু বকর আল বাগদাদি এক অভিযানে নিহত হয়েছেন। এমনই দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। খবর সিএনএনের।

ঊর্ধ্বতন এক মার্কিন সেনা ও সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, শনিবার সিরিয়ায় উত্তর-পশ্চিমে অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। এই অভিযানেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি মারা যায়।

তবে সূত্র সিএনএন-কে জানিয়েছে, ডিএনএ এবং বায়োমেট্রিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে প্রকৃতপক্ষে ওই ব্যক্তিই আবু বকর আল বাগদাদী কিনা।

অন্যদিকে আইএসের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।

অভিযানের বিষয়ে জানতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে এ ব্যাপারে পেন্টাগনের কাছ থেকে তাৎক্ষণিক জবাব মেলেনি।

গতকাল রাতে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় আজ রোববার সকাল ৯টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেবেন। তবে এই বিবৃতির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি হোয়াইট হাউসের ওই মুখপাত্র।

তবে কিছু একটা যে ঘটেছে, তার ইঙ্গিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটে পাওয়া গেছে। গতকাল ট্রাম্প টুইট করেন, ‘এইমাত্র খুব বড় কিছু একটা ঘটে গেছে।’