লোকালয় ২৪

মামাতো ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই র‌্যাবের হাতে ফেসেঁ গেলেন

মামাতো ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই র‌্যাবের হাতে ফেসেঁ গেলেন সৈয়দ শামসুল ইসলাম আতিক। পরে আটককৃত শামসুল ইসলাম আতিককে দেশীয় রিভলবার ও কার্তুজসহ থানা পুলিশে সোর্পদ করেছে র‌্যাব-৯। এ ব্যাপারে র‌্যাব কর্মকর্তা মোঃ গোলাম সরওয়ার বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ধৃত আসামী আতিককে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরন করেছেন। স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মখলেছুর রহমানের ছেলে সৈয়দ শামসুল ইসলাম আতিক নিজ জিম্মায় তার ঘরে দেশীয় আগ্নেয়াস্ত্র রেখে মামাতো ভাই মৃত কামরুল ইসলাম চৌধুরীর পুত্র আরিফুল ইসলাম চৌধুরী বিপলু (৪২) কে ফাঁসাতে র‌্যাব-৯ এ অভিযোগ করেন। রবিবার দিবাগত রাতে অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৯ এর ডিএডি মোঃ গোলাম সরওয়ার সিপিসি-১, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের একদল র‌্যাব সদস্য আরিফুল ইসলামের বাড়িতে ব্যাপক তল্লাশী করে কোন অস্ত্র পাওয়া যায়নি। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা অভিযোগকারী সৈয়দ শামসুল ইসলাম আতিককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আতিক তার ঘর থেকে নিজ জিম্মায় থাকা ১ টি রিভলবার ও কার্তুজ বের করে দেয় এবং উক্ত রিভলবার আরিফুলের বলে দাবী করে। র‌্যাব সদস্যরা উদ্ধারকৃত অস্ত্রসহ সৈয়দ শামসুল ইসলাম আতিক এবং আরিফুল ইসলামকে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তদন্তক্রমে নির্দোষ আরিফুল ইসলামকে ছেড়ে দেয়া হয়। সোমবার সন্ধ্যায় ধৃত শামসুল ইসলাম আতিককে অস্ত্র ও কার্তুজসহ পুলিশ সোর্পদ করেন। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আরিফুল ইসলাম চৌধুরী বিপলুর সাথে কথা হলে সে জানায়, শামসুল ইসলাম তার ফুফাতো ভাই। তাদের বাড়িতে তার ফুফুর কোন জায়গা জমি নেই। তার ফুফুর যে জায়গা ছিল সেই জায়গাটি দীর্ঘদিন পূর্বে বিক্রয় করে দিয়েছেন। এ নিয়ে কয়েকবার শালিস বৈঠকও হয়েছে। বৈঠকে প্রমাণও হয়েছে তার মায়ে কোন জায়গা নাই। উক্ত বিরোধকে কেন্দ্র করে সে আমার ও আমার চাচাতো ভাইদের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্রে লিপ্ত থাকে। এর পূর্বেও আতিক তাদের বাড়ীতে থাকলেও বর্তমানে সে দীর্ঘদিন মৌলভীবাজার তার বাড়ীতে থাকে বলেও তিনি জানান। র‌্যাব সূত্র জানায়, শামসুল ইসলাম আতিক র‌্যাব-৯ এ অভিযোগ দিয়ে জানায়, তার মামাতো ভাই আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে গুলি করেছে। গুলি লভ্রষ্ট হওয়ায় সে প্রাণে বেঁচে যায়। এমন অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল র‌্যাব ৯ এর একটি আভিধানিক দল গত রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে শামসুল ইসলামকে সাথে নিয়ে আরিফুল ইসলাম চৌধুরী বিপলুর বাড়ীতে অভিযান চালায়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলাওয়ার হোসেন ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। অভিযানে আরিফুল ইসলামের বাড়িতে কোন আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। এক পর্যায়ে শামসুল ইসলাম আতিক নিজ জিম্মায় থাকা রিভলবার ও ২টি কার্তুজ বের করে র‌্যাবের হাতে হস্তান্তর করেন। র‌্যাব অস্ত্রসহ দু’জনকেই তাদের অফিসে নিয়ে যান। সেখানে নিয়ে র‌্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাধে চাঞ্চল্যেকর এই ঘটনাটি আসল রহস্য বেরিয়ে আসে। এ ব্যাপারে র‌্যাব-৯ এর কর্মকর্তা মোঃ গোলাম সরওয়ার বাদী হয়ে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা নং ১৭, তারিখ ২৬-০৯-২০২২ইং দায়ের করেছেন। মঙ্গলাবার সকালে ধৃত আসামীকে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।