২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে ভারোত্তোলনে সোনা জিতেছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। এই ভারোত্তোলক বর্তমান জাতীয় চ্যাম্পিয়নও। তাঁর বাবা হারুন অর রশীদ, পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। আজ দুই প্রজন্মে থাকছে এই বাবা ও মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. প্রিয় খাবার
মাবিয়া: খিচুড়ি ও গরুর মাংস।
বাবা: খিচুড়ি।
২. প্রিয় সিনেমা
মাবিয়া: দঙ্গল, চাক দে ইন্ডিয়া, ম্যারি কম।
বাবা: রাজ্জাক-কবরী অভিনীত রংবাজ।
৩. প্রিয় খেলোয়াড়
মাবিয়া: মাশরাফি বিন মুর্তজা।
বাবা: আকরাম খান।
৪. কোথায় ঘুরতে ভালো লাগে?
মাবিয়া: দেশে ও বিদেশে খোলা আকাশের নিচে, নদী ও সাগরের পাড়ে।
বাবা: নিজের গ্রাম মাদারীপুরের কুলপদ্দি।
৫. অবসরে যা করতে ভালো লাগে?
মাবিয়া: রান্না করতে আর ভাইবোনদের নিয়ে আড্ডা দিতে।
বাবা: বাসায় পুরোনো বই পড়তে। চায়ের দোকানে আড্ডা দিতেও ভালো লাগে।
৬. কী করতে ভালো লাগে?
মাবিয়া: কেনাকাটা করতে।
বাবা: সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করি।
৭. পরস্পরের কোন দিক পছন্দ কোনটা অপছন্দ?
মাবিয়া: বাবা আমাকে উৎসাহ দেন, সবকিছু থেকে প্রটেক্ট করেন, এটা পছন্দ করি। আবার অন্যের কথা শুনে শাসন করেন, এটা ভালো লাগে না।
বাবা: ওর সাবলীল আচরণ খুবই পছন্দ করি। তবে ওর রাগ ও জেদ বেশি।
সাক্ষাৎকার: হৃদয় চৌধুরী