লোকালয় ডেস্কঃ উন্নয়ন করতে যেয়ে কোনো মানুষ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের মানুষ আর কষ্ট করবে না। তাদের জীবনমানের উন্নয়ন হবে।’
শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন প্রকল্প ‘স্বপ্নের ঠিকানা’সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং পুনর্বাসিত পরিবারের সদস্যদের মধ্যে বাড়ির চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘দক্ষিণ অঞ্চলটা সবসময় অবহেলিত ছিল। ১৯৯৬ সালের পর থেকেই উন্নয়নের কাজ শুরু করেছি। স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ সবক্ষেত্রে কাজ শুরু করেছি। এরপর ২০০৯ থেকে ২০১৮ প্রায় দশ বছর জনগণের ভোট নিয়ে সরকারে আছি আমরা। এই দশ বছরে নিরলসভাবে উন্নয়ন করে যাচ্ছি। এই অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নির্দেশ দিয়েছি এখানে মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার তৈরি করতে। কাজেই স্বপ্নের ঠিকানা নাম দিয়ে যে বাড়িঘর তৈরি করেছি তারা সেখানে সুন্দরভাবে বসবাস করতে পারবেন।’
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হলে এখানকার ছেলে- মেয়েরা চাকরির সুযোগ পাবে। সেই ব্যবস্থা আমরা করতে পারব বলেন শেখ হাসিনা।