লোকালয় ডেস্কঃ রবিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কেউ কি বেহেশতে পৌঁছে সোস্যাল মিডিয়ায় মেসেজ দিয়েছে যে সে বেহেশতে বসে আঙুর খাচ্ছে?’ জঙ্গীদের অনুসরণকারীদের উদ্দেশ্য প্রশ্ন রেখে তিনি এ কথা বলেন।
জঙ্গিবাদের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ধারণা করা হতো কওমি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ে। কিন্তু দেখা যাচ্ছে ইংরেজি মাধ্যমের ছাত্ররাও জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ছে। তাদের মনে হলো বেহেশতে যেতে হবে, মানুষ খুন করতে হবে। মানুষ খুন করে তারা বেহেশতে যেতে চায়! এটা তারা কোথায় পেলো, কোথায় লেখা আছে যে, মানুষ খুন করলে বেহেশতে যাওয়া যায়?’
শেখ হাসিনা প্রশ্ন রাখেন, ‘মানুষ খুন করে কেউ কি বেহেশতে যেতে পেরেছে? এখনতো সোস্যাল মিডিয়ায় অনেক তথ্য আসে, কেউ কি বেহেশতে পৌঁছে সোস্যাল মিডিয়ায় মেসেজ দিয়েছে যে সে বেহেশতে বসে আঙুর খাচ্ছে? এখন পর্যন্ত যারা মানুষ খুন করেছে, যারা বেহেশতের আশায় মানুষ খুন করেছে, তারা কি একজনও বেহেশতে পৌঁছাতে পেরেছে? কেউ মেসেজ দিয়ে জানাতে পারেনি।’
তিনি বলেন, ‘কোরআনে আল্লাহ বলেছেন, শেষ বিচার তিনি করবেন। আল্লাহ কাউকে শেষ বিচার করার ক্ষমতা দেননি। আল্লাহ কি কাউকে মানুষ মারার ক্ষমতা দিয়েছেন? দেননি। কে মুসলমান, কে মুসলমান নয়, কে ভালো মুসলমান, কে ভালো মুসলমান নয়, সে বিচার করার দায়িত্ব আল্লাহ কাউকে দেননি। এ দায়িত্ব আল্লাহর। নিরীহ মানুষ মারলে বেহেশত পাওয়া যাবে, সেটা কোথাও লেখা নেই।’