সংবাদ শিরোনাম :
মানবিকতার আদর্শ উদাহরণ, করোনায় অনাথ হওয়া ১০০ শিশুকে দত্তক নিচ্ছেন যিনি!

মানবিকতার আদর্শ উদাহরণ, করোনায় অনাথ হওয়া ১০০ শিশুকে দত্তক নিচ্ছেন যিনি!

http://lokaloy24.com
http://lokaloy24.com

ভারতে করোনায় মোট মৃত্যু চার লাখ ছাড়িয়েছে। এই ভাইরাসের ছোবলে দেশটিতে কেউ ভাইবোন হারিয়েছেন, কেউ মা-বাবাকে। কেউ আবার পরিবারের সবাইকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন।

সবচেয়ে ভয়ানক পরিস্থিতি সেই সব শিশুর, যারা মা-বাবা দু’জনকেই হারিয়ে অনাথ হয়ে পড়েছে। ভারতজুড়ে এ রকম শিশুর সংখ্যা কম নয়।
তাদের কথা ভেবে এগিয়ে এলেন জয় শর্মা। এমন অন্তত ১০০ জনকে দত্তক নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

২৬ বছর বয়সী জয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। ভারতের দেহরাদূনের পাহাড়ি রাস্তায় বড় হয়েছেন তিনি।

ছোট থেকেই মানুষকে সাহায্য করতে এগিয়ে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছিল তার মধ্যে। কেউ বিপদে পড়েছেন শুনলে জয় ঠিক সেখানে গিয়ে হাজির হতেন। বড় হয়েও তার অন্যথা হয়নি। পড়াশোনা শেষ করে তাই একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালু করেন।

মহামারী পরিস্থিতির শুরু থেকেই জয় দেহরাদূনের মানুষের পাশে দাঁড়িয়েছেন। যখনই প্রয়োজন পড়েছে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিয়েছেন।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ এসবও বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে।

সম্প্রতি চোখের সামনে ঘটা কতগুলো ঘটনা ব্যথিত করে তুলেছিল তার হৃদয়কে। দেহরাদূনেরই পরপর পাঁচ শিশুকে অনাথ হতে দেখেছেন জয়।

মা-বাবাকে হারিয়ে পথে বসার উপক্রম হয়েছিল সে সমস্ত পরিবারের সন্তানদের। আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি তিনি। ঠিক করে ফেলেন তাদের ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার।

কিন্তু শুধু এই পাঁচ পরিবারই তো নয়, ভারতজুড়ে এমন আরও অনেক শিশুই মা-বাবাকে হারিয়ে অনাথ হয়েছে। তাদের কথাই বা না ভেবে থাকবেন কীভাবে!

জয়ের সংস্থা তাই এমন অন্তত ১০০ শিশুকে দত্তক নেওয়ার মনস্থির করে ফেলেছে।

ইতিমধ্যে এমন ২০ জনকে দত্তক নিয়ে ফেলেছেন তারা। তাদের খাওয়া, জামাকাপড়, পড়াশোনা, ওষুধ-সহ যাবতীয় ব্যয়ভার বহন করছেন জয়।

জয় জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে এই সংখ্যাটা ৫০-এ নিয়ে যাবেন তারা। তারপর ধীরে ধীরে ১০০ জনকে দত্তক নেবেন।

এখনও পর্যন্ত যে ২০ জনকে দত্তক নিয়েছেন জয় তাদের বেশির ভাগেরই বয়স চার থেকে পাঁচ বছরের মধ্যে। আবার ১২-১৩ বছরের বাচ্চাও রয়েছে।

যত দিন না তারা সাবালক হচ্ছে এভাবেই তাদের সমস্ত দায়িত্ব সামলাবেন জয়। সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com