মাধবপুর হাসপাতালে ঔষধ সংকট

মাধবপুর হাসপাতালে ঔষধ সংকট

মাধবপুর হাসপাতালে ঔষধ সংকট
মাধবপুর হাসপাতালে ঔষধ সংকট

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৫০ শয্যা বিশিষ্ট মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট তীব্র আকার ধারন করেছে। গত ৪ মাস যাবত হাসপাতালে সরকারি ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে গ্রামাঞ্চল থেকে প্রতিদিন আউট ডোর আন ডোরের আগত প্রায় ৫ শতাধিক রোগী সরকারি ঔষধ থেকে বঞ্চিত হচ্ছেন।

হাসপাতালে প্যারাসিটামল, মেট্রোনিডাজল ও কলেরা স্যালাইন পর্যন্ত সরবরাহ নেই এ হাসপাতালে।
গত ৩১ অক্টোবর উপজেলা মাসিক সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ঔষধ সংকটের বিষয়টি উপস্থাপন করলে উপজেলা থেকে ৩ নভেম্বর ১৬ হাজার ৫শ প্যারাসিটামল, ১শ ৪৪ টি ৫০০ এম এলক কলেরা স্যালাইন ও ১শ ৪৪টি ১০০০ এম এল কলেরা স্যালাইন সরবরাহ করা হয়। তাও শেষ পর্যায়ে।

এদিকে আবহাওয়া পরিবর্তনের কারণে ও ভাটি অঞ্চলে পানি নেমে যাওয়ায় বিভিন্ন স্থানে ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। প্রতিদিনই ডায়রিয়া চিকিৎসা নিতে এ হাসপাতালে রোগীর ভীড় দেখা দিয়েছে। কিন্তু সরকারি ভাবে রোগীদেরকে ঔষধ সরবরাহ করা যাচ্ছে না।

হাসপাতালের একটি সূত্র জানায়, হাসপাতালে ঔষধের ষ্টোরটি বর্তমানে ঔষধ শুন্য। কবে নাগাদ ঔষধ সরবরাহ করা হবে তা এখনো অনিশ্চিত। এতে করে সাধারন রোগীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

ঔষধ অধিদপ্তর কর্তৃক জেলা বা উপজেলা পর্যায়ে ঔষধ সরবরাহ হবে এ সিদ্ধান্ত হীনতার কারনে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪ মাস যাবত ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। যে কারনে প্যারাসিটামল, কলেরা সেলাইন সহ জীবন রক্ষাকারি ঔষধ একেবারেই নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুধবার সকাল ১১ টার দিকে গিয়ে দেখা যায়- হাসপাতালে আগত আউট ডোর আন ডোরের রোগীদের দুই একটি ঔষধ ছাড়া বাকি সব ধরনের সরকারি ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কর্তব্যরত একজন চিকিৎসক জানান, হাসপাতাল থেকে জানানো হয়েছে কোন ধরনের ঔষধ ব্যবস্থাপত্রে লিখা যাবে না। কারন ঔষধ নেই। এ জন্য ডাক্তাররা ব্যবস্থাপত্রে ঔষধ লিখে বাহির থেকে ঔষধ সরবরাহের পরামর্শ দিচ্ছেন।

গোয়ালনগর গ্রামের একজন জানান, তিনি ডাক্তার দেখিয়েছেন কিন্তু তার যে সমস্যা সেই রোগের ঔষধ হাসপাতালে নেই।

আরেকজন জানান, এতদুর থেকে গাড়ী ভাড়া দিয়ে ডাক্তার দেখাতে এসেছি। কিন্তু সরকারি ঔষধ না পেয়ে তিনি হতাশ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এইচএম ইশতিয়াক মামুন জানান, প্রতিদিন এ হাসপাতালে আউট ডোর , ইনডোর এ ৬ থেকে ৭ শত রোগী চিকিৎসা নিতে আসে। কিন্তু লাষ্ট কোয়াটার (তিন মাস) যাবত হাসপাতালে ঔষধ সরবরাহ নেই। এতে করে স্টক শেষ হয়ে গেছে। এ অবস্থায় রোগীদের কে সরকারি ঔষধ দেওয়া সম্ভব হচ্ছে না। ঔষধ অধিপ্তর কৃর্তক জেলা না উপজেলা পর্যায়ে ঔষধ সরবরাহ হবে এ সিদ্ধান্ত হীনতার কারনে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ মাস যাবত ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। ঔষধ অধিদপ্তরের নীতিগত সিদ্ধান্ত না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ সংকটের বিষয়টি নিরসনের জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য বিভাগীয় ডিরেক্টর ও সিভিল সার্জন কে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com