মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২ হাজার পিস ইয়াবা সহ মাদক সম্রাট নেকবর (৩৫) কে গ্রেফতার করেছে।
বৃহষ্পতিবার (১ নভেম্বর) দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ খায়রুল আলমের নেতৃত্বে মাধবপুর বাস ষ্ট্যান্ডে অভিযান চালিয়ে মাদক সম্রাট নেকবরকে গ্রেফতার করে।
সে পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী চতুরপুর গ্রামের ওহাব মিয়ার ছেলে।
পুলিশ পরিদর্শক মোঃ খায়রুল আলম জানান, ইয়াবার বিশাল চালান নিয়ে সড়ক পথে যাবার পথে তাকে গ্রেফতার করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। সে চিহ্নিত একজন মাদক সম্রাট।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ডিউটি অফিসার শিবানী দাস জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেকবরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।