নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত সায়হাম টেক্সটাইল মিলস এর তুলার গোডাউনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ২টায় লাগা এ আগুন মঙ্গলবার সকাল ১১টায়ও পুরোপুরি নেভেনি।
প্রতক্ষদর্শীদের ধারনা, গভীর রাতে গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
রাতে লাগা এ আগুন এখনও পুরোপুরি নেভেনি। রাত থেকে সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল এবং মাধবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার বেলা ১১টা এ রিপোর্ট লেখা পর্যন্ত অাগুন জ্বলছিল।
আগুনে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।