লোকালয় ২৪

মাধবপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার তদারকির আওতায় চৌমুহনী বাজারে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এ অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে ভাই ভাই ট্রেডার্স স্বত্ত্বাধিকারী আপন মিয়া কে ২০ হাজার, সোহেল ট্রেডার্সের সত্ত্বাবাধিকারী মজিবুর রহমান কে ২ হাজার, জসীম উদ্দিন কে ২ হাজার, আলী আজ্জম কে ২ হাজার জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল হোসেন মঈন বলেন,সারের খুচরা ডিলারদের সর্তক করা হয়েছে সরকার নির্ধারিত মূল্যের বাহিরে সার বিক্রয়ের অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।