লোকালয় ২৪

মাধবপুরে মাদকসহ আটক ২

মাধবপুরে মাদকসহ আটক ২

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ী বাসস্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী গ্রামের মোজাম্মেল হকের ছেলে রাজিব মিয়া (২৮) ও মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের জহুর মিয়ার ছেলে মনির মিয়া (৩২)।

মাধবপুর থানার সেকেন্ড অফিসার শামস তাব্রিজ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।