লোকালয় ২৪

মাধবপুরে ভারতীয় মদসহ মাদক কারবারী আটক‌

মাধবপুরে ভারতীয় মদসহ মাদক কারবারী আটক

 

মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভারতীয় ৫০ বোতন মদ সহ এক মাদক কারবারিকে আটক করেছে। ২৩ অক্টোবর (শুক্রবার) মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ি এলাকাধীন ৩নং বহরা ইউনিয়নের চৌমুনী হতে মনতলাগামী পাকা রাস্তায় দুপুর ১২টায় গোপন সূত্রের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর উত্তম দাসের নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফার ফোর্স অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ৫০ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধারসহ এক আসামী একটি সি এন জি জব্দ করে। আটককৃৃত আসামী ১নং ধর্ম ইউনিয়নের কালিকাপুুর গ্রামের আশরাফ উদ্দিন ছেলে মো: রফিকুল ইসলাম (২৮) কে আটক করা হয়।

 

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর উত্তম দাস সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের মামলার প্রস্তুতি চলছে।