মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল সহ সংঘবদ্ধ মাদক চোরাকারবারীদলের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার তেলিয়াপাড়া রেল ষ্টেশন এলাকা থেকে জনতার সহায়তায় সড়কে বেরিকেট দিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল নরসিংদী জেলা সদরের উত্তর সাটিরপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ শরীফ মিয়া (৩৩) ও একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তাফা ও এসআই রাকিবুল হাসান ওই স্থানে অভিযান চালিয়ে জনতার সহায়তায় হলুদ রঙের ঢাকামেট্টো-প-১৪-৫৮৩৩ প্রাইভেটকার আটক করে।
এ সময় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ উল্লেখিত ২ মাদক চোরাকারবারীকে আটক করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে এসআই রাকিবুল হাসান বাদী হয়ে গ্রেফতার ২ মাদক চোরাকারবারীর নাম ও পলাতকদের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।