মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর খুশনাহার হত্যার প্রধান আসামী সহ দু’জনকে গ্রেফতার করছে পুলিশ।
বুধবার (১৭ আগস্ট) ভোরে চট্রগ্রাম জেলার ভোজপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকারিয়া। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীদের জবানবন্দির প্রেক্ষিতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রসি তাদের বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করেন। আসামী তাজুল ইসলাম ঘটনার বর্ননা দিয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃত আসামী মোঃ তাজুল ইসলাম(৪৫) ফরহাদপুর গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে, অপর আসামী মোছাঃ ছালেমা খাতুন তাজুল ইসলামের স্ত্রী ।
উল্লেখ্য, গত ৮ জুলাই রাত সারে ৮ টার দিকে শাহজাহানপুর ইউনিয়নের ফরহাদপুর গ্রামের নুর আলীর মেয়ে ভিকটিম খুশনাহার আক্তার (৪৫) স্বামী-তাজুল ইসলাম প্রতিদিনের মত তার মায়ের সাথে খাওয়া দাওয়া শেষ করে তার মা নিজ ঘরে ঘুমিয়ে পড়ে এবং ভিকটিম তার নিজ ঘরে চলে যায়। ঐ দিন ভোর ৬ টার সময় ভিকটিমের প্রতিবেশী ধনু মিয়া ঘুম থেকে উঠে দেখতে পান খুশনাহার তার বসত ঘরের বাইরে দরজার পাশে পড়ে আছে। ধনু মিয়া তা দেখতে পেয়ে চিৎকার করলে তার স্ত্রীসহ খুশনাহারের মা, ভাই ও আত্বীয় স্বজনরা ছুটে আশে এবং দেখতে পায় খুশনাহার ঘরের বাইরে দরজার পাশে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর পুলিশ খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। তারপর ভিকটিমের ভাই মছরব আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply