লোকালয় ২৪

মাধবপুরে গাঁজাসহ ২ যুবক আটক।

মাধবপুরে গাঁজাসহ ২ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজা সহ দুই মাদক মাদক পাচার কারীকে আটক করেছে পুলিশ তেলিয়াপাড়ায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা সহ এক দল পুলিশ।

 

জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সারে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার নোয়াহাটি আন্দিউড়া রাস্তার মোর থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা সহ সোহাগ মিয়া (২৮) ও আব্দুল হক (৪০) নামে দুই ব্যাক্তিকে আটক করেন।

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে অপর এক সহযোগী পালিয়ে যায়।

 

আটককৃত সোহাগ মিয়া ইক্তেয়ারপুর গ্রামের শাজাহানপুর ইউনিয়নের মাধবপুর উপজেলার আব্দুল নুর মিয়ার ছেলে ও একই গ্রামের আব্দুল হক মিয়া মুকছদ আলীর ছেলে কে আটক করেন।

 

তেলিয়াপাড়ায় পুলিশ ফাড়ির ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পলাতক ব্যাক্তিকে আটকের চেষ্টা চলছে এবং আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পৃর্বক জেল হাজতে প্ররন করা হয়ে।