মাধবপুরে এক এসআই দিয়ে দীর্ঘদিন ধরে চলছে দুই বিটের কার্যক্রম, বেড়েছে চুরি-ডাকাতি 

মাধবপুরে এক এসআই দিয়ে দীর্ঘদিন ধরে চলছে দুই বিটের কার্যক্রম, বেড়েছে চুরি-ডাকাতি 

মাধবপুর প্রতিনিধিঃ- মাধবপুর থানার অধীনস্ত গুরুত্বপূর্ণ একটি পুলিশ ফাঁড়ি কাশিমনগর পুলিশ ফাঁড়ি, মামলা তদন্ত ওয়ারেন্ট তামিল ও মাদক প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতেন এই পুলিশ ফাঁড়িটি। অথচ বিগত কয়েক মাস ধরে অফিসার সংকটের কারণে মাদকের বড় ধরনের কোন চালান আটক করতে পারিনি পুলিশ সদস্যরা। বেড়েছে আগের তুলনায় আওতাদ্বীণ এলাকায় চুরি-ডাকাতি। বর্তমানে ফাঁড়িটিতে একজন এএসআই, ও একজন এসআই দিয়ে চলছে দুই ইউনিয়ন বিটের কার্যক্রম। পুলিশ সূত্রে জানা যায, সীমান্তবর্তী ১নং ধর্মঘর ও ২নং চৌমুহনী দুইটি ইউনিয়ন নিয়ে গঠিত কাশিমনগর পুলিশ ফাঁড়ি। প্রতিটি ইউনিয়ন নিয়ে একটি পুলিশ বিট। ধর্মঘর বিটের দুপাশেই ভারতীয় সীমান্ত এলাকা। ধর্মঘর ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বে ছিলেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির সাবেক এসআই বাবুল চৌধুরী তিনি বদলিজনিত কারণে গত( ১-মে) পোস্টিং হয়ে চলে যায় হবিগঞ্জের বানিয়াচং থানায়। দীর্ঘদিন ধরে পুলিশের এই এসআই পদটি শূন্য রয়েছে। শূন্য পদটিতে নতুন কোন অফিসার পোসটিংয়ে ঊর্ধ্বতন প্রশাসনের নেই কোন পদক্ষেপ। চৌমুহনী ইউনিয়ন পুলিশ বিটের দায়িত্বে থাকা কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন ভূইয়া ধর্মঘর চৌমুহনীসহ দুই বিটের কার্যক্রম একা সামলাতে হিমসিম খেতে হচ্ছে। ধর্মঘর বিটে নতুন কোন অফিসার পোসটিং না দেওয়ায় এলাকায় বেড়েছে চুরি ডাকাতি। জানা যায়, গত ২৪ অক্টোবর ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের রৌশন আলীর বসত বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়। এর চার দিনপর (২৯ অক্টোবর) আবার একই ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের গরু ব্যবসায়ী হাবিবুর রহমানের বাড়ীতে  মুখোশদারী ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে দেড় ভরি স্বর্ণ, নগদ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এ বিষয়ে অফিস থেকে এসপি মহোদয়ের একটা বক্তব্য নিয়ে নিউজটা করলে ভাল হয়, কয়েকবার আমি ফোন করলেও রিসিভ করে নাই এসপি মহোদয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com